এস, এম, মনির হোসেন জীবন – অনুমোদনহীন নকল কসমেটিক্স ও অস্বাস্থ্যকর শিশু খাদ্য সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করার দায়ে রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ভ্রাম্যমান আদালতের নির্দেশে প্রায় ৫০০ কেজি বিভিন্ন খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব- ১০) এর এএসপি (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব আজ সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিওিতে র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তারুজ্জামান ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল সোমবার দুপুর ২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচর এলাকায় নকল কসমেটিক্স ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে আমু ফুড প্রোডাক্টস্কে এন্ড বেভার্জস এক লক্ষ পঞ্চশ হাজার টাকা, হেলাল কসমেটিক্সকে পঁচিশ হাজার টাকা ও সোনালী কসমেটিক্সকে পঞ্চশ হাজার টাকা করে ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এনায়েত কবীর সোয়েব আরও জানান, এ সময় ভ্রাম্যমান আদালতের নির্দেশে প্রায় ৫০০ কেজি অনুমোদনহীন নকল কসমেটিক্স, নিনমমানের ও অস্বাস্থ্যকর শিশু খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ এ অসাধু ব্যবসায়ীরা রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচর এলাকায় এ সকল অনুমোদনহীন নকল কসমেটিক্স ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল।
চকবাজার ও কামরাঙ্গীরচরে তিনটি প্রতিষ্ঠানকে সোয়া দুই লক্ষ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
ক্রাইম নিউজ ঢাকা
May, 31, 2021, 5:39 pm
রাজনীতি |
221 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।