মিরাজ সিকদার: রাজধানীর তুরাগে অভিযান পরিচালনা করে ক্লাসিক স্মার্ট কেয়ার এমটিসি ফর্মুলা ফুড এন্ড বেভারেজ নামের একটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছে র্যাবের-৪ এর ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে তুরাগের নয়নীচালা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান জানান, ক্লাসিক স্মার্ট কেয়ার (এমটিসি) দীর্ঘ দিন ধরে যথাযথ লাইসেন্স গ্রহন না করে জীবাণুনাশক উৎপাদন ও কেমিস্ট্র ছাড়াই বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান মিশ্রন করে টমেটোর সস উৎপাদন করে আসছিল। তাছাড়া আবাসিক এলাকায় বানিজ্যিক ভাবে ব্যবসা করে আসছিল এই প্রতিষ্ঠানটি। এসব বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালকদের সতর্ক করে চার লাখ টাকা নগদ অর্থ দন্ড দেয়া হয়েছে।
তুরাগে ভ্রাম্যমান আদালতের অভিযান,এমটিসি ফুড অ্যান্ড বেভারেজকে চার লাখ টাকা জরিমানা
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।