সেলিম মাহবুব,ছাতকঃ ছাতক পৌর শহরের পাটনীপাড়ায় রকমেলন চাষ করেছেন বাগবাড়ী গ্রামের বাসিন্দা, যুবলীগ নেতা ফাবিল আহমদ পাবেল ও আইটি ব্যবসায়ী সিদরাত আহমেদ জোহা। তাদের বাগানের প্রথম বিদেশী ফল রকমেলনটি বাগবাড়ী জামে মসজিদে দান করেছেন। শুক্রবার জুমার নামাজের পর ক্রেতারা নিলামে তুলেন ফলটি। ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়া ফলটি ২২০০ টাকা মূল্যে ক্রয় করেছেন। সম্পূর্ণ অর্গানিক ও আধুনিক মালচিং পেপার পদ্ধতিতে উন্নত জাতের এ বিদেশী ফল রকমেলন চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন এ দু’তরুণ। ফলের বাগান দেখতে প্রতিদিন এখানে এসে অনেকেই ভীড় জমাচ্ছেন। রকমেলন হলো মাস্কমেলন গোত্রের একটি উচ্চমূল্যের বিদেশী ফল। রকমেলনে রয়েছে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি সহ নানা ঔষধী গুণ। ফাবিল আহমদ পাবেল জানান, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান, আলা উদ্দিন, সোয়েব আহমদ রকমেলন চাষে তাদের প্রযুক্তিগত সহযোগিতা করেছেন।
একটি রকমেলন নিলামে ২২০০ টাকা কি আছে এতে???
ক্রাইম নিউজ ঢাকা
May, 29, 2021, 5:33 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, কৃষি, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
157 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।