মোজাম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জঃসুনামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। আজ শনিবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া সংস্থার সহযোগীতায় আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের সময় পরিকল্পনা মন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার হায়াতুন নবী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার উজ-জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জসিম উদ্দিন শরীফি, ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, মৎস্য কর্মকর্তা জাহিদ হাসান, থানার ওসি কাজী মুক্তাদির হোসেন, আওয়ামীলীগ সহ- সভাপতি হাজী তহুর আলী, যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, দরগাপাশা ইউনিয়ন চেয়ারম্যান মনির উদ্দিন, জয়কলস ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ মিয়া, পাথারিয়া ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশীদ, শিমুলবাক ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।
সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল গোল্ডকাপ উদ্বোধন করেছেন পরিকল্পনামন্ত্রী
ক্রাইম নিউজ ঢাকা
May, 29, 2021, 5:06 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, খেলাধুলা, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
225 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।