নুরুল আলম,টেকনাফঃকক্সবাজার টেকনাফের বাহারছড়া উপকূলীয় ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় মেরিনড্রা সড়ক পূর্ব পাশে বঙ্গোপসাগর থেকে আসা ভাসমান অবস্থায় প্লাস্টিকে মোড়ানো অজ্ঞাত একটি অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মরদেহের শরীরের প্রায় মাংস পঁচে গলে নষ্ট হয়ে গেছে, শরীর থেকে মাথারখুলি আলাদা হয়ে ও ছবি সনাক্ত করা গেল না হাত-পা শরীরে নেই। মরদেহ শরীরে মেয়েদের পরিহিত একটি কাপড় দেখা যায়। অনেকে ধারণা করেন বয়স আনুমানিক ১০-১২ বছর হতে পারে মন্তব্য শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ৭ টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী নতুন বাজার কানেক্টিং রোড দক্ষিণ পার্শে স্থানীয়রা পানিতে ভাসমান অবস্থায় মানুষের মতো কিছু একটা দেখতে পেলে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেয়। পরবর্তীতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন। এব্যাপারে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকে মুড়ানো একটা মরদেহ উদ্ধার করে। মানুষটি ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বঙ্গোপসাগরের জোয়ারের স্রোতে মেড়িন ড্রাইভ এলাকায় পূর্বে দিকে পানির দলে চলে আসছে মূলত। এটা অনেক দিন ধরে হয়তো সমুদ্রে ভাসছিল। লাশটি ও আরও থাকতে পারে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের কাজ শেষ হলে যদি লাশটির ওয়ারিশ সুত্র পাওয়া না যায় তাহলে আঞ্জি মান মুফিদুলে বেওয়ারিশ মুসলিম হিসাবে মৃত্যু হিসেবে দাপন করা হবে।
টেকনাফে বঙ্গোপসাগরে থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার!
ক্রাইম নিউজ ঢাকা
May, 29, 2021, 4:31 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, কক্সবাজার, চট্টগ্রাম, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
203 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।