এস,এম,মনির হোসেন জীবনঃরাজধানীর নিউমার্কেট থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আনসার আল ইসলাম” র এক পলাতক জঙ্গী সদস্যকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র্যাব। গ্রেফতারকৃত জঙ্গী সদস্যদের নাম মোঃ মুজাহিদ (২৩), জেলা- ভোলা। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২) এর এএসপি (মিডিয়া) আবদুল্লাহ আল মামুন আজ শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি র্যাব-২ এর সদস্যরা “আনসার আল ইসলামের” এক সক্রিয় সদস্য গ্রেফতার হয়। পরবর্তীতে তার দেয়া তথ্য অনুযায়ী পলাতক আসামীদের আইনের আওতায় আনার লক্ষ্যে র্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে র্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আনসার আল ইসলাম’র এক জঙ্গী সদস্য রাজধানীর নিউমার্কেট থানার ২৫ মিরপুর রোডস্থ নিওয়েজ সার্ভিস স্টেশন এলাকায় কোন এক নিদিষ্ট স্থানে সংগঠনের অন্য সদস্যেদের সাথে গোপন মিটিংয়ে অংশ নিতে যাচ্ছে। র্যাব-২ এর এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত-রাত ৯ টার দিকে র্যাব-২ এর একটি বিশেষ দল রাজধানীর নিউমার্কেট থানার ২৫ মিরপুর রোডস্থ নিওয়েজ সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আনসার আল ইসলাম”র সক্রিয় সদস্য মোঃ মুজাহিদ (২৩)কে গ্রেফতার করে। তার বাড়ি ভোলা জেলায় বলে জানা গেছে। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা জায়, গ্রেফতারকৃত মোঃ মুজাহিদ রাজধানী নিউমার্কেট থানার মামলা-১৭, তারিখ-২৭/০৫/২০২১ইং ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৬/৮/৯/১০/১২/১৩ এর এজাহারভুক্ত পলাতক আসামী। র্যাব-২ সূএে জানা যায়, ধৃত জঙ্গী সদস্য মোঃ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নতুন সদস্য সংগ্রহ করার চেষ্টা চালিয়ে আসছিল। এছাড়া সে সংগঠনের অন্য সদস্যদের সাথে কিছু গোপন মিটিং এ অংশগ্রহণ করে। সে তার সামাজিক যোগাযোগ মাধ্যম আইডি বিশ্লেষন করে জঙ্গিবাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় বলে জানান র্যাবের এ কম’কতা। এবিষয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বাকী সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান এএসপি আবদুল্লাহ আল মামুন।
নিউমার্কেট থেকে “আনসার আল ইসলাম”র এক পলাতক জঙ্গী সদস্য গ্রেফতার
ক্রাইম নিউজ ঢাকা
May, 28, 2021, 4:21 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
200 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।