,


শিরোনাম:
«» ঢাকা ১৮ আসনে দয়াল কুমার বড়ুয়ার ঈদ উপহার বিতরণ। «» আব্দুল্লাহপুরে ময়মনসিংহের অবৈধ বাস কাউন্টারে যাত্রী হয়রানি ও মারধর অভিযোগ উঠেছে। «» জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে উত্তরা প্রেস ক্লাব। «» আব্দুল্লাহপুর টি আই’র লাঠির আঘাতে পরিবহন শ্রমিকের কান্না। «» তুরাগে এক দশক ধরে মাদক ব্যবসা করা কদম গ্রেফতার। «» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর

নিউমার্কেট থেকে “আনসার আল ইসলাম”র এক পলাতক জঙ্গী সদস্য গ্রেফতার

 এস,এম,মনির হোসেন জীবনঃরাজধানীর নিউমার্কেট থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আনসার আল ইসলাম” র এক পলাতক জঙ্গী সদস্যকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র‌্যাব। গ্রেফতারকৃত জঙ্গী সদস্যদের নাম মোঃ মুজাহিদ (২৩), জেলা- ভোলা। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) এর এএসপি (মিডিয়া) আবদুল্লাহ আল মামুন আজ শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি র‌্যাব-২ এর সদস্যরা “আনসার আল ইসলামের” এক সক্রিয় সদস্য গ্রেফতার হয়। পরবর্তীতে তার দেয়া তথ্য অনুযায়ী পলাতক আসামীদের আইনের আওতায় আনার লক্ষ্যে র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে র‌্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আনসার আল ইসলাম’র এক জঙ্গী সদস্য রাজধানীর নিউমার্কেট থানার ২৫ মিরপুর রোডস্থ নিওয়েজ সার্ভিস স্টেশন এলাকায় কোন এক নিদিষ্ট স্থানে সংগঠনের অন্য সদস্যেদের সাথে গোপন মিটিংয়ে অংশ নিতে যাচ্ছে। র‌্যাব-২ এর এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত-রাত ৯ টার দিকে র‌্যাব-২ এর একটি বিশেষ দল রাজধানীর নিউমার্কেট থানার ২৫ মিরপুর রোডস্থ নিওয়েজ সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আনসার আল ইসলাম”র সক্রিয় সদস্য মোঃ মুজাহিদ (২৩)কে গ্রেফতার করে। তার বাড়ি ভোলা জেলায় বলে জানা গেছে। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা জায়, গ্রেফতারকৃত মোঃ মুজাহিদ রাজধানী নিউমার্কেট থানার মামলা-১৭, তারিখ-২৭/০৫/২০২১ইং ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৬/৮/৯/১০/১২/১৩ এর এজাহারভুক্ত পলাতক আসামী। র‌্যাব-২ সূএে জানা যায়, ধৃত জঙ্গী সদস্য মোঃ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নতুন সদস্য সংগ্রহ করার চেষ্টা চালিয়ে আসছিল। এছাড়া সে সংগঠনের অন্য সদস্যদের সাথে কিছু গোপন মিটিং এ অংশগ্রহণ করে। সে তার সামাজিক যোগাযোগ মাধ্যম আইডি বিশ্লেষন করে জঙ্গিবাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় বলে জানান র‌্যাবের এ কম’কতা। এবিষয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বাকী সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান এএসপি আবদুল্লাহ আল মামুন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ