এস, এম, মনির হোসেন জীবনঃরাজধানীর খিলক্ষেত থানার বিমানবন্দর সড়কের লা- মেরিডিয়ান হোটেলের সামনে দুই ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় ড্রাইভার ও হেলপার আহত হয়েছে। আহতরা হচ্ছে – মো, রাজু (৩৫) ও হেলপার মোঃ আরিফ হোসেন (২৭) বলে জানা গেছে। এদের মধ্যে হেলপারের অবস্থা গুরুতর। এদিকে, এঘটনায় ড্রাম ট্রাকটি দূর্ঘটনায় পতিত হলে হেলপার ওই ট্রাকের ভিতরে আটকা পড়ে। পরে দূর্ঘটনার খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে আহত অবস্থায় হেলপার মোঃ আরিফ হোসেনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টা ৫৮ মিনিটের সময় খিলক্ষেত থানার বিমানবন্দর সড়কের লা- মেরিডিয়ান হোটেলের সামনে এ দূর্ঘটনা ঘটে। কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম আজ শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর খিলক্ষেত থানার পূর্বাচল তিনশ ফিট থেকে (ঢাকা মেট্রো-ট- ১৩-৪০৮১) নম্বরের একটি ড্রাম ট্রাক গাজীপুর যাওয়ার পথে ঢাকা এয়ারপোর্ট রোডে খিলক্ষেত থানার লা-মেরিডিয়ান হোটেলের সামনে প্রধান সড়কে হঠা? করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে করে ড্রাম ট্রাকটি দূর্ঘটনায় পতিত হলে ড্রাইভার এবং হেলপার আহত হয়। ঘটনার এক পযার্য়ে হেলপার মোঃ আরিফ হোসেন (২৭) তখন ওই ড্রাম ট্রাকটিতে আটকা পড়ে। সংবাদ পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে আহত অবস্থায় মোঃ আরিফ হোসেনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স যোগে তাকে রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। মোঃ সফিকুল ইসলাম আজ শুক্রবার আরও জানান, সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তির নাম মোঃ আরিফ হোসেন পিতা- মোঃ মাহমুদ গ্রাম-আদর্শ থানা-রামগতি জেলা- লক্ষিপুর এবং ট্রাক চালকের নাম মো, রাজু বলে জানা গেছে। ট্রাকের হেলপারের পা ভেঙে গেছে। খিলক্ষেত থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদূর্ঘটনায় ড্রাম ট্রাকটি ধৃমড়েমুচড়ে যায়। অপর ট্রাকটি দুত গতিতে পালিয়ে গেছে। তবে, খিলক্ষেত থানা পুলিশ ট্রাকটিকে আটক করতে পারেনি।
আটকা পড়া হেলপারকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস খিলক্ষেতে দুই ট্রাকের মধ্যে সংঘর্ষ
ক্রাইম নিউজ ঢাকা
May, 28, 2021, 11:54 am
অন্যান্য, উত্তরার খবর, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
300 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।