ছাতক প্রতিনিধিঃ ছাতকে ৩দিন ধরে অসিত রায়(৪৫)নামের এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছে। ২৪ মে সুনামগঞ্জ যাওয়ার পথে সে নিখোঁজ হয়। অসিত রায় উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের পরিমল রায়ের পুত্র এবং জাউয়া বাজারস্থ পিলিপ আইসবার এন্ড অটো রাইসমিলের পরিচালক। এ ঘটনায় ২৫ মে পিলিপ আইসবার এন্ড অটো রাইসমিলের মালিক পিলিপ রায় ছাতক থানায় একটি সাধারন ডায়রী (নং-১১৯৯) করেছেন। জানা যায়, ব্যবসায়ীক কাজে ২৪ মে দুপুরে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে অসিত রায়। সে সুনামগঞ্জে গন্তব্য স্থলে না পৌছায় পরিবারের লোকজন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু ওই সময় থেকে এখন পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় কেউ যোগাযোগ স্থাপন করতে পারছে না। ইতিমধ্যেই সম্ভাব্য সকল স্থানে যোগাযোগ করে পরিবারের লোকজন তার কোন সন্ধান লাভ করতে পারেনি।
ছাতকে তিনদিন ধরে ব্যবসায়ী নিখোঁজ
ক্রাইম নিউজ ঢাকা
May, 27, 2021, 6:06 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
129 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।