এস, এম, মনির হোসেন জীবনঃরাজধানীর মোহাম্মদপুর থানার শ্যামলী স্কায়ার শপিং মলের সামনে অভিযান চালিয়ে সাড়ে ১৯ হাজার পিস ইয়াবাসহ এক অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। অভিযানকালে গ্রেফতারকৃত আসামীর দেহ তল্লাশী চালিয়ে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের নাম মোঃ কালাম হাওলাদার (৩৪)। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২) এর এএসপি (মিডিয়া) আবদুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল জানতে পারে, রাজধানী মোহাম্মদপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা নিজেদের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর সদস্যরা আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানার শ্যামলী স্কায়ার শপিং মলের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রধারী মাদক ব্যবসায়ী মোঃ কালাম হাওলাদার (৩৪)কে গ্রেফতার করে।
এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, ধৃত আসামী মোঃ কালাম হাওলাদার এর পিতার নাম- মৃত আঃ মালেক হাওলাদার, জেলা-বরিশাল। এসময় গ্রেফতারকৃত আসামীকে তল্লাশীকালে তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, এলাকার মাদক ব্যবসায়ীদের কোন্দলের জের ধরে নিজের মাদক ব্যবসার নিরাপত্তার স্বার্থে এই অস্ত্র সে ব্যবহার করত। গ্রেফতারকৃত আসামী আরও জানান, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে নিষিদ্ধ মাদক (ইয়াবা) ক্রয় করে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল। এবিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানায় র্যাব।