এস, এম, মনির হোসেন জীবনঃ রাজধানীর খিলগাও এলাকা থেকে সংঘবদ্ধ সিএনজি
চোর ও ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এসময় তার কাছ থেকে চোরাই ও ছিনতাইকৃত ৫ টি সিএনজি উদ্ধার মুলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতের নাম মোঃ সুমন (৪০)। জেলা-মাদারীপুর।
র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) বীণা রাণী দাস, পিপিএম (সেবা) আজ বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজধানীর খিলগাও থানার হোল্ডিং-১৮৪/১৮/বি/১, মাদানী ঝিল, পূর্ব গোড়ানস্থ “পিংকি ফার্ণিচার” এর সামনে বাসা নং- ১৮৪/১৮/এ, মাদানী ঝিল, পূর্ব গোড়ানস্থ “মোঃ জসিম ভাই” গ্যারেজে একদল সংঘবদ্ধ অসাধু দূস্কৃতিকারী চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ চোরাই ও ছিনতাইকৃত বিভিন্ন মডেলের সিএনজি চুরি করে সিএনজির ইঞ্জিন ও চেচিস নম্বর পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।
র্যাব আরও জানান, পরে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার দিবাগত-রাত পৌঁনে ১০ টার দিকে ঢাকার খিলগাও থানার হোল্ডিং-১৮৪/১৮/বি/১, মাদানী ঝিল, পূর্ব গোড়ানস্থ “পিংকি ফার্ণিচার” এর সামনে বাসা নং-১৮৪/১৮/এ, মাদানী ঝিল,পূর্ব গোড়ানস্থ “মোঃ জসিম ভাই” গ্যারেজে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের সদস্য মোঃ সুমন (৪০)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-৩ সূএে জানা যায়, ধৃত সুমনের বাড়ি মাদারীপুর জেলায় বলে জানা গেছে। এসময় গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে ৫ টি সিএনজি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামী একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। সে দীর্ঘদিন যাবৎ অভ্যাসগত ভাবে চোরাই সিএনজি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত।
এবিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।