এস, এম, মনির হোসেন জীবন – রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও দু’ জন আহত হয়েছেন। নিহতের নাম মো, মাসুদ রানা (২৫) ও মো, টিপু (২০)। আহত দুই জনের নাম তা?খনিক ভাবে জানা যায়নি। বরিশালের হিজলা থানার মোল্লারহাট গ্রামের মোতালেব বৈরাগীর ছেলে মাসুদ। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭ টা ও বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা হানিফ ফ্লাইওভারের উপরে ও নিচে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুই জনের মধ্যে মাসুদ রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় এবং টিপু মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মারা যায়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া আজ বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহতের ভাই রিফাত হোসেনের উদ্বতি দিয়ে তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা হানিফ ফ্লাইওভারের নিচে একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে মাসুদ (২৫) নামে এক যুবককে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা তাকে উদ্ধার করে মধ্য রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই রিফাত হোসেন পুলিশকে জানান, নিহত মাসুদ ঢাকার যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় বসবাস করে আসছিল। অপর দিকে, আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭ টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা হানিফ ফ্লাইওভারের উপরে একটি মোটরসাইকেলে করে টিপু সহ তিন যুবক যাচিছল। সময় তাদের বহনকারী মোটরসাইকেল টি হঠা? নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। এতে তিন জন আহত হন। তাদের মধ্যে টিপুকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকী দুই মোটরসাইকেল আরোহী কে পাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ওসি মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে আরও জানান, নিহত দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাএাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে।
যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত,আহত- ২
ক্রাইম নিউজ ঢাকা
May, 27, 2021, 6:11 am
অন্যান্য, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
154 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।