শরীয়তপুর প্রতিনিধিঃমানুষের বিপদে আপদে এগিয়ে অাসাই যার ধর্ম,মানুষ সব সময় যাকে সবচেয়ে বেসি কাছে পায়,অসহায় মানুষের একমাত্র অাশ্রয় স্থল এমন একজন ব্যাক্তির নাম গৌতম চন্দ্র দাস ৷ তিনি শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন ১নং ওয়ার্ডের বিপুল ভোটে নির্বাচিত মেম্বার ৷ ইতিমধ্যে ওয়ার্ডসহ শৌলপাড়া ইউনিয়নের সর্বোস্থরের মানুষের মন জয় করে নিয়েছেন এই মেম্বার ৷
অাসছে আগামী নির্বাচনে শৌলপাড়া ইউনিয়নবাসীর একটাই দাবি গৌতম দাস’কে পুনোরায় মেম্বার হিসেবে পেতে চাই ৷
এই বিষয়ে শৌলপাড়া ইউনিয়ন ১নং ওয়ার্ডের ভোটাররা বলেন-বিগত দিনে এই ওয়ার্ডে যে মেম্বার হয়েছেন তাহারা এই ওয়ার্ডের উন্নয়নের জন্য তেমন কোন কাজ করেননি। তারা নির্বাচনের সময় যেই ওয়াদা করত,নির্বাচনে জিতে যাওয়ার পরে সব ভুলে যাইত ৷ কিন্তু গৌতম মেম্বার কথা দিয়ে কথা রাখছে ৷ গৌতম মেম্বার মিষ্টভাষি,সামাজিক ও ভদ্র প্রকৃতি সভাবের লোক। তাকে সুখে দুঃখে অামরা পাসে পাই ৷ তিনি দীর্ঘদিন যাবৎ এই ওয়ার্ডের উন্নয়ন করেছেন । করোনাকালীন সময়ে তিনি ব্যাক্তিগত ভাবে অনেক লোককে আর্থিক সাহায্য সহযোগিতা করেছেন। তার উন্নয়ন কর্মকান্ডকে আরও তারন্বিত করতে অাবারও অামরা গৌতম দাস’কে মেম্বার নির্বাচিত করতে চাই।
জনগনের এই ভালোবাসার বিষয় জানতে চাইলে গৌতম মেম্বার বলেন-আমি বিগত দিনগুলোতে শৌলপাড়া ইউনিয়ন ১নং ওয়ার্ডের মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম। ওয়ার্ডবাসীর চাওয়া পাওয়া কি তা আমি বুঝতে পারি। তাদের জন্যই আমি নির্বাচনে অংশ গ্রহণ করেছিলাম। অামি নির্বাচনের সময় কথা দিয়ে ছিলাম এই ওয়ার্ডবাসীর সুখে দুঃখে পাসে থাকবো এবং এই ওয়ার্ডের যাবতীয় সমস্যা যেমন,মসজিদ,মাদ্রাসা,মন্দির,রাস্তা-ঘাট,পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, মাদক, সন্ত্রাস ইত্যাদি সমস্যা সমাধান সহ সকল প্রকার উন্নয়ণমূলক কাজ করব ৷ অাজ অামর মনে হয় অামি অামার কথা রাখতে পেরেছি ৷