রাকিব হোসেন,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার উপকূলীয় একটি অঞ্চল কমল নগর উপজেলা।মুজিব বর্ষ উপলক্ষে সরকারের বিশেষ কর্মসূচি হলো কেউ থাকবেনা গৃহহীন। তার ই আলোকে ঘর নির্মাণের কাজ এগিয়ে চলছে প্রতিনিয়ত।গতকাল আশ্রয়ন প্রকল্পের আওতায় উন্নয়ন কাজের তদারকি করতে কমলনগর উপজেলায় পরিদর্শন করতে যান লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। মুজিবশতবর্ষ উপলক্ষ্যে সরকারের উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদানের লক্ষ্যে কমলনগর উপজেলায় বিশেষ এই পরিদর্শন প্রোগ্রামে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কমলনগর, লক্ষ্মীপুর, জনাব মোঃ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, কমলনগর, লক্ষ্মীপুর, জনাব পুদম পুষ্প চাকমা, সহকারী কমিশনার(ভূমি), কমলনগর, লক্ষ্মীপুর এবং উপজেলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ জানান চলমান অর্থ বছরে পুরো লক্ষ্মীপুর জেলায় এবার গৃহহীনরা মোট ঘর পাবেন ১৭৮৬ টি।রামগতি, কমলনগর,সদর,রায়পুর, রামগঞ্জ উপজেলায় এ ঘরগুলোর কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানান জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। তিনি বলেন মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তাগন এ ব্যাপারে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।আমরা সবার সহযোগিতা চাই।
মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনরা পাচ্ছেন ৫ শত ঘর
ক্রাইম নিউজ ঢাকা
May, 25, 2021, 5:52 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, চট্টগ্রাম, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, লক্ষ্মীপুর, সারাদেশ |
172 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।