এস, এম, মনির হোসেন জীবনঃরাজধানীর দক্ষিণখানের একটি মসজিদের সেপটিক ট্যাংক থেকে আজহারুল ইসলাম (৩০) নামে এক যুবকের ৬ টুকরা লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। । গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে দক্ষিণখানের সরদারবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমামকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আজ মঙ্গলবার দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) অনুজ সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান, নিহত আজহারুল একটি পোশাক কারখানায় অপারেটর হিসাবে কাজ করতেন। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণখান এলাকায় থাকতেন। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার গভীর রাতে সরদারবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার ৬ টুকরা লাশ উদ্ধার করা হয়। এসআই অনুজ আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মসজিদের ইমামকে আটক করা হয়েছে। র্যাবের হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দক্ষিণখানে মসজিদের সেপটিক ট্যাংকে যুবকের ৬ টুকরা লাশঃ ইমাম আটক
ক্রাইম নিউজ ঢাকা
May, 25, 2021, 12:33 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
72 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।