এস, এম, মনির হোসেন জীবনঃ রাজধানীর যাত্রাবাড়ীতে বিভিন্ন ব্রান্ডের গুরুত্বপূর্ন ঔষধ, নকল মোড়ক, প্যাকেট তৈরি করার অভিযোগে দু’টি নকল কারখানায় অভিযান চালিয়ে ১১ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমান আদালত নকল মোড়ক ও প্যাকেট তৈরি করার ৭০ টি ডাইস জব্দ করা হয়। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব -১০) এএসপি (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব আজ সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিওিতে র্যাব -১০ এর একটি দল রোববার দিবাগত রাত ১২ টা থেকে আজ সোমবার ভোর ৬ টা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তারুজ্জামান ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এনায়েত কবীর সোয়েব আরও জানান, এ সময় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের গুরুত্বপূর্ন ঔষধ এর নকল মোড়ক ও প্যাকেট তৈরি করার অপরাধে অনুমোদনহীন কাওয়ান এন্টারপ্রাইজ কোম্পানীকে দশ লক্ষ টাকা ও দেশ ল্যাবরেটরিজ (ভেষজ) কোম্পানীকে এজ লাখ টাকা করে মোট এগার লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের নির্দেশে নকল মোড়ক ও প্যাকেট তৈরি করার সত্তর টি ডাইস জব্দ করা হয়। এএসপি এনায়েত কবীর সোয়েব আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কোভিড-১৯ নিরাময়ে ব্যবহৃত ঔষধসহ অন্যান্য গুরুত্বপূর্ন ঔষধ সমূহের নকল মোড়ক ও প্যাকেট তৈরি করে দেশর বিভিন্ন স্থানে সরবারহের করে আসছিল।