সেলিম মাহবুব, ছাতকঃ ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন’র দিক নির্দেশনায় ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম, এসআই আনোয়ার হোসেন, সংঙ্গীয় ফোর্স সহ ছদ্রবেশে মাদক মামলার ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের হরিশপুর গ্রামের আহাদ মিয়ার পুত্র লাল মিয়া (৩০) কে নোয়ারাই খেয়াঘাট থেকে ২২ এপ্রিল সন্ধ্যায় গ্রেফতার করে ছাতক থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা যায় আসামী গ্রেফতারের ভয়ে দীর্ঘ দুই বছর কুমিল্লা জেলায় মুরাদনগরে পালিয়ে ছিল। গতকাল সে ছাতকে আসে এবং নিজ বাড়ীতে না গিয়ে নোয়ারাই তাহার এক আত্বীয়ের বাসায় যাওয়ার পথে গ্রেফতার করেন ছাতক থানার সেকেন্ড অফিসার, চৌকস পুলিশ অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দীন।
চার বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামীকে ছদ্মবেশে গ্রেফতার
ক্রাইম নিউজ ঢাকা
May, 23, 2021, 9:56 am
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
41 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।