সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে চাচাতো ভাইয়ের হামলায় নিহত হাজী মোস্তফা আনোয়ার এনামের কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। শনিবার দুপুরে হাজী মোস্তফা আনোয়ার এনামের নোয়ারাই গ্রামের বাড়িতে যান তিনি। এসময় তিনি মোস্তফা আনোয়ার এনামের কবর জিয়ারত করেন। পরে পুত্রশোকে বিমূঢ় তার মাতা এবং ভাই সহ পরিবারের লোকজনের সাথে কথা বলে তাদের সান্তনা দেন কলিম উদ্দিন আহমদ মিলন। এসময় তার সাথে ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামছু, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল সহ বিএনপি নেতৃবৃন্দ।
ছাতকে হামলায় নিহত হাজী এনামের কবর জিয়ারত করেন সাবেক এমপি মিলন
ক্রাইম নিউজ ঢাকা
May, 22, 2021, 5:51 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
54 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।