সেলিম মাহবুব,ছাতকঃছাতকে আওয়ামীলীগের সুদীর্ঘকালের অভিভাবক, যিনি ছাতক আওয়ামীলীগের দূর্দিনে শক্ত হাতে হাল ধরেছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, নোয়ারাই ইউনিয়ন পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, বাংলাদেশ রেলওয়ের প্রথম শ্রেনীর ঠিকাদার, ব্যবসায়ী ও ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার বার্ধক্যজনিত রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে। তিনি পৌর শহরের বাগবাড়ী এলাকার বাসভবনে অসুস্থ অবস্থায় রয়েছেন। শনিবার সকালে অসুস্থ আলহাজ্ব আবরু মিয়া তালুকদারের বাসভবনে যান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এসময় এমপি মানিক তার শারীরিক অবস্থার ও চিকিৎসার খোজখবর নেন। দীর্ঘ সময় প্রবীন এ নেতার সাথে কথা বলেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাতক পৌর আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও ছাতক পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সহিদুল ইসলাম, রাজু তালুকদার, আব্দুস সাত্তার প্রমুখ।
ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ককে দেখতে তার বাসভবনে এমপি মানিক
ক্রাইম নিউজ ঢাকা
May, 22, 2021, 5:32 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট, স্বাস্থ্য |
163 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।