সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে আওয়ামীলীগের সভায় সদ্য ঘোষিত উপজেলা ও পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটিকে অবৈধ ও অগঠনন্ত্রান্তিক বলে মন্তব্য করে এসব কমিটি অবিলম্বে বাতিলের দাবী জানান বক্তারা। গতকাল দুপুরে শহরের রওশন কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর আওয়ামীলীগের যৌথ সভায় বক্তারা এ মন্তব্য করেন। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক(ভার্চুয়ালভাবে যুক্ত) আব্রু মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক, জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল ও পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিকাশ সাহার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, দলের ভেতর অবস্থান নেয়া হাইব্রীডরা এখানের সু-সংঘটিত আওয়ামীলীগকে বিভক্তির পায়তারায় লিপ্ত রয়েছে। ওই হাইব্রীডরা দলে অবস্থান নেয়ার পর থেকেই দলীয় সিদ্ধান্ত ও দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে যাচ্ছে। এরা কখনো আওয়ামীলীগ ছিল না, দলের সার্বিক সুবিধা নিয়েও আওয়ামীলীগ হতে পারেনি। সদ্য ঘোষিত উপজেলা ও পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি প্রসঙ্গে তিনি আরো বলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ৭৩ সদস্য বিশিষ্ট কমিটির ৭১জনকে অজ্ঞাত রেখে সম্মেলন প্রস্তুতি কমিটি নামে যে কমিটি দেয়া হয়েছে এ কমিটি শুধু সভাপতি ও সাধারন সম্পাদকের হতে পারে। আওয়ামীলীগের নয়। সম্মেলন প্রস্তুতি কমিটি বলতে কোন শব্দ আওয়ামীলীগের গঠনতন্ত্রে নেই। বর্তমানে এখানে তৎকালীন জেলা সভাপতি মতিউর রহমান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব নূরুল হুদা মুকুট অনুমোদিত উপজেলা ও পৌর আওয়ামীলীগের পৃথক কমিটি দায়িত্ব পালন করছে। একটি কমিটি বিদ্যমান থাকা অবস্থায় আরো একটি কমিটি গঠন করা আওয়ামীলীগের গঠনতন্ত্র পরিপন্থি। এসব অবৈধ প্রস্তুতি কমিটি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা আশিকুল ইসলাম আশিক, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য, সুনামগঞ্জের দায়িত্ব প্রাপ্ত নেতা শাহীন আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল, পৌর কাউন্সিরর ইরাজ মিয়া। বক্তব্য রাখেন, জাউয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজা মিয়া তালুকদার, দোলারবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আশিক মিয়া, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূর উদ্দিন, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য, বাবুল পাল, দেওয়ান আবুল কালাম মাষ্টার, শিখা রানী দে, শ্রমিক নেতা স্বপন তরফদার। সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রমিক নেতা খলিলুর রহমান। সভায় আওয়ামীলীগ নেতা হাজী রহমত আলী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবলীগের যুগ্ম সম্পাদক আহবাব মিয়া তারুকদার সাজু, ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারী চপল, পৌর কাউন্সিলর হাজী ছালেক মিয়া, হাজী নাজিমুল হক, আফরোজ মিয়া, সাবেক কাউন্সিলর ধন মিয়া, আখলাকুল আম্বিয়া সোহাগ, সুদীপ দে, মাসুক মিয়া, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য, এবাদুল হক এমাদ, আফিক আলী, কল্যানব্রত দাস, ছোরাব আলী, প্রনয় কুমার আচার্য মুন্না, শাহীন মিয়া তালুকদার, নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ রেদওয়ানূল হক আরজু, সাধারন সম্পাদক আব্দুল মমিন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরশ আলী খান ভাসানী, সাধারন সম্পাদক আজাদ মিয়া দোলারবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলজার আহমদ তালুকদার, সিংচাপইর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাখাল পাল, প্যানেল চেয়ারম্যান লিয়াকিত আলী, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি পীর আমিনুল হক টুনু, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, আব্দুল আহাদ, আব্দুস ছালাম, আব্দুস ছাত্তার, আলী আলম, আব্দুল মতিন, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন চয়ন, মামুন মিয়া, দিলোয়ার হোসেন, নজরুল ইসলাম, শাহীন চৌধুরী, বেলাল মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল করিম রেজা, সাদেক হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক গণ-যোগাযোগ সম্পাদক হুমায়ূন কবির রুবেল, ছাতক পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, ছাত্রলীগ নেতা আইনূল ইসলাম, ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, ছাত্রলীগ নেতা আব্দুল কাদির তালুকদার, জাহাঙ্গির আলম তারেক, সুব্রত হাওলাদার, রুবেল তালুকদার জনি, রাজিব তরফদার, সম্রাট মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলন প্রস্তুতি কমিটি বলতে কোন শব্দ আওয়ামীলীগের গঠনতন্ত্রে নেই
ক্রাইম নিউজ ঢাকা
May, 21, 2021, 6:07 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, রাজনীতি, সারাদেশ, সিলেট |
171 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।