সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে শশুর কর্তৃক পুত্রবধূকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টায় থানায় অভিযোগ দায়ের করেছে পুত্রবধূ। গতকাল বৃহস্পতিবার ভিকটিম পুত্রবধু বাদী হয়ে শশুর সালাম মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করে। এদিকে ঘটনা পর থেকে লম্পট শশুর সালাম মিয়া আত্মগোপনে রয়েছে। অভিযোগ থেকে যানা জায়, কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের জালাল মিয়ার কন্যার সাথে ছাতকের নোয়াকোট গ্রামের সালাম মিয়ার পুত্র সালি আহমদের বিয়ে হয় ২০১৮ সালে। ঘটনার দিন ভিকটিমের স্বামী গাড়ি চালক সালি মিয়া বাড়িতে ছিল না। এ সুযোগে ওই রাতে ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষনের চেষ্টা চালায় লম্পট শশুর। এক পর্যায়ে ভিকটিমের ঘুম ভেঙ্গে গেলে তার বিছানায় শশুরকে দেখতে পেয়ে চিৎকার করথে থাকে সে। এসময় শশুর তার লালসা চরিতার্থ করতে মুখ চেপে জোরপূর্ব ধর্ষনের চেষ্টা চালায়। অবশেষে পুত্রবধূর আত্ম চিৎকারে ব্যর্থ হয়ে লম্পট শশুর তার কক্ষে ত্যাগ করে চলে যায়। পরদিন সকালে তার স্বামী বাড়ি ফিরলে বিষয়টি অবহিত করে সে। কিন্তু স্ত্রীর কথা বিশ্বাস না করে উল্টো স্ত্রীকে দায়ী করে ঘর থেকে বের করে দেয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় একটি পক্ষ ঘটনাটি ধামাচাপা দিতে আপোষে নিস্পত্তির চেষ্টা চালায়। এ ঘটনায় জড়িত লম্পট সালাম মিয়া ও স্বামী সালি আহমদের শাস্তি দাবী করেন ভিকটিম। এ ব্যাপারে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন জানান, এমন একটি অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে।
ছাতকে শশুর কর্তৃক ধর্ষনের চেষ্টা থানায় পুত্রবধূূর অভিযোগ
ক্রাইম নিউজ ঢাকা
May, 21, 2021, 10:34 am
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
158 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।