ছাতক প্রতিনিধিঃছাতকে গলায় ফাঁস লাগিয়ে জয় রায়(১৮) নামের এক শ্রমিক আত্মহত্যা করেছে। সোমবার ভোরে শহরের লেবারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আকিজ প্লাষ্টিক কারখানার শ্রমিক জয় রায় পৌরসভার ৫ নং ওয়ার্ডের লেবারপাড়া এলাকার মৃত হরিদাস রায়ের পুত্র। জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতে মায়ের পাশে ঘুমিয়ে ছিল সে। সোমবার ভোরে তাকে বিছানায় না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন তার মা। এক পর্যায়ে নিজ বসতঘরের একটি পরিত্যক্ত কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখে দা দিয়ে তার কেটে তাকে বাঁচানোর চেষ্টা করেন তার পরিবারের লোকজন। সিলিং ফ্যানের লোহার হুকের সাথে বৈদ্যতিক তার দিয়ে গলায় ফাঁস লাগায়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে ছাতক থানার এসআই দিপঙ্কর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করেন। এসময় স্থানীয় পৌর কাউন্সিলর ইরাজ মিয়া উপস্থিত ছিলেন। এ ঘটনায় ছাতক থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।
ছাতকে শ্রমিকের আত্মহত্যা
ক্রাইম নিউজ ঢাকা
May, 20, 2021, 7:58 am
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট, স্বাস্থ্য |
59 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।