এস,এম,মনির হোসেন জীবনঃরাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ভার্চুয়াল কারেন্সী ব্যবহার করে ক্যাসিনো প্লাটফর্ম এর মাধ্যমে অনলাইন জুয়া ব্যবসা পরিচালনার অভিযোগে ৪ জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাএ কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেফতারকৃতরা হলো- মোঃ শাহিনুর রহমান (২৬), দীপ্ত রায় প্রান্ত (২৫), মোঃ গোলাম মোস্তফা (২৬) ও মোঃ রাকিবুল হাসান (২৭)। এসময় তাদের নিকট থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ল্যাপটপ, আইপ্যাড, একাধিক স্মার্ট ফোন, হার্ডডিস্ক, পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। ইকোনমিক ক্রাইম এন্ড হিউম্যান ট্রাফিকিং টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিওিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের ইকোনমিক ক্রাইম এন্ড হিউম্যান ট্রাফিকিং টিম। পুলিশের এ কম’কতা’ জানান, একটি সংঘবদ্ধ দেশী ও বিদেশী প্রতারকচক্র বিভিন্ন প্রকার ভার্চুয়াল কারেন্সী এবং পেমেন্ট গেটওয়ে (যেমন- Perfect money, melbet, movcash(1xbet) Ges Linebet) ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করছে। এমন তথ্যের ভিত্তিতে খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের ৪ জনকে গ্রেফতার করা হয়। মোঃ সাইফুল ইসলাম আরও বলেন, গ্রেফতারকৃত শাহিনুর ক্যাসিনো প্লাটফর্মের বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনাসহ অর্থ লেনদেন করে এবং পেমেন্ট গেটওয়ে melbet ও Linebet এর সরাসরি এজেন্ট। গ্রেফতারকৃত দীপ্ত রায়, মোস্তফা ও রাকিবুল movcash(1xbet) এর মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা করতো। গ্রেফতারকৃত প্রত্যেকেই বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্র। প্রাথমিক জিজ্ঞাবাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে অবৈধ জুয়া পরিচালনার ভার্চুয়াল কারেন্সী আদান-প্রদান এবং ডিপোজিট-এনক্যাশ করতো। এরুপ অবৈধ কার্যক্রম পরিচালনার জন্য তারা দেশ বিদেশের বিভিন্ন এজেন্টের নিকট হতে কারেন্সী সংগ্রহ করে এবং দেশব্যাপী অনলাইন জুয়াড়িদের সরবরাহ করতেন। তাদের গ্রাহকদের সাথে এই কারেন্সী বিক্রয় এবং এনক্যাশের জন্য জয়পুরহাটের আক্কেলপুর, টাংগাইল এবং ঢাকাসহ বিভিন্ন এলাকার বিকাশ,নগদ ও রকেট এজেন্ট নম্বর ব্যবহার করতো। সহকারী পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বলেন, ভার্চুয়াল কারেন্সী ব্যবহার করে ক্যাসিনো প্লাটফর্ম এর মাধ্যমে অনলাইন জুয়া ব্যবসা পরিচালনার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। এবিষয়ে আজ মঙ্গলবার গ্রেফতারকৃতদের ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিকুঞ্জতে বিশ্ববিদ্যাল ছাত্রের ক্যাসিনো অনলাইন জুয়া ব্যবসা পরিচালনাঃগ্রেফতার ৪,জব্দ সব যন্ত্রাংস
ক্রাইম নিউজ ঢাকা
May, 11, 2021, 2:19 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
179 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।