,


শিরোনাম:
«» উত্তরা তুরাগে ঢালায় সাজিয়ে রাখা পন্যের মতোই বিক্রি হচ্ছে মাদক দ্রব্য «» সেক্টরের সড়কে বিশাল গর্তে পড়ে আছে গরিবের আয়ের উৎস রিকশা «» শাহজালালে ৩৫১৮ পিস ইয়াবাসহ এক যাত্রী আটক «» ঢাকা ১৮ আসনে দয়াল কুমার বড়ুয়ার ঈদ উপহার বিতরণ। «» আব্দুল্লাহপুরে ময়মনসিংহের অবৈধ বাস কাউন্টারে যাত্রী হয়রানি ও মারধর অভিযোগ উঠেছে। «» জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে উত্তরা প্রেস ক্লাব। «» আব্দুল্লাহপুর টি আই’র লাঠির আঘাতে পরিবহন শ্রমিকের কান্না। «» তুরাগে এক দশক ধরে মাদক ব্যবসা করা কদম গ্রেফতার। «» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’

বড়াইগ্রাম পৌরসভার কার্যসহকারীর নারী নিয়ে লম্পটপনা ও কোটিপতি বনে যাওয়ার রহস্য পর্ব -১

 বড়াইগ্রাম থেকে ঘুরে এসে: নাটোরের বড়াইগ্রাম পৌরসভার অফিস সহকারী ওয়াহিদুলের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, অবৈধপথে কোটিপতি বনে যাওয়া সহ পৌরসভার অঘোষিত মেয়র দাবি করে ক্ষমতার দাপটের রাজত্ব কায়েম করার অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ সাধারণ মানুষ। তার দাপটের কাছে পৌর বাসী যেন নাভিশ্বাস হয়ে উঠেছে। নানা অপকর্মের কারনে ইতিমধ্যেই পৌর মেয়র সাময়িক বরখাস্ত করেছেন ২০০৮ সালে ১৬ই মার্চ বড়াইগ্রাম পৌর সভায় যোগদান করেন কার্যসহকারী পদে। বড়াইগ্রাম (কালী বাড়ি) ৫ নং ওয়ার্ড এ বসবাসকারী মোঃ আফছার আলীর পুত্র ওয়াহিদুল ইসলাম।চাকুরীতে যোগদানের পর থেকেই সে সাবেক মেয়র এর খুব কাছের মানুষ হয়ে উঠে। শুরু করতে থাকে পৌর আধিপত্য বিস্তার। ধীরে ধীরে গড়তে থাকে অনৈতিক অর্থের পাহাড়। আর এই অবৈধপথে আসা অর্থের দাপটে হয়ে উঠতে থাকে অপ্রতিরোধ্য এক ডন। তার ভয়ে পৌরসভার অন্যান্য কর্মকর্তা কমর্চারীরা থাকতো আতঙ্কিত।

এই ডনের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না। অতি সম্প্রতি এই কোটি পতি বনে যাওয়া পৌর কমর্চারী ওয়াহিদুল ইসলাম এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ ফেসবুকে পর নারী নিয়ে অসামাজিক কার্যকলাপের বেশ কিছু ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়। বিষয়টি নজরে আসে পৌরসভার মেয়র মহোদয়ের , তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে লম্পট এই ওয়াহিদুলের অনৈতিক নারীকান্ডের বিষায়ী আমলে নিয়ে সাময়িক বরখাস্ত করেছেন। এর পর থেকেই বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন স্তরের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী মানুষ মুখ খুলতে শুরু করেছেন। এদিকে এই লম্পট দুশ্চরিত্র হীন ওয়াহিদুল ইসলাম এর ভ্যানচালক জীবন থেকে বর্তমান কোটিপতি বনে যাওয়া বিভিন্ন বিষয়ে আমাদের ক্রইম নিউজ ঢাকা পক্ষ থেকে আমাদের প্রতিবেদক অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব প্রকাশ করা হলো।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ