নুরুল আলম,টেকনাফঃ টেকনাফ কক্সবাজার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে । রবিবার কক্সবাজার জেলা র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বলেন শনিবার রাত ৯টার দিকে গােপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন জাহাজপুরা মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সালামত স্টোরের সামনে সড়কের উপর ইয়াবা ক্রয়- বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল উপরােক্ত স্থানে পোঁছায়। পরে তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে টেকনাফ বাহারছড়ার নোয়াখালী পাড়া এলাকার মৃত সােনা মিয়ার ছেলে মােহাম্মদ আমিন ( ২২ ) ও একই এলাকার কালা মিয়ার ছেলে আলী হােসেনকে ( ২০ ) আটক করতে সক্ষম হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক আসামীদের দেহ তল্লাশি করে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মরণ নেশা ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ সামগ্রিক বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে ১৬৪ মোতাবেক স্বীকার করে। তিনি আরও জানান, আটককৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ২
ক্রাইম নিউজ ঢাকা
May, 9, 2021, 5:11 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, কক্সবাজার, চট্টগ্রাম, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
212 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।