সেলিম মাহবুব,ছাতকঃ ছাতক ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি পণ্য পরিবহণ বিভাগ ও বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি (রজি নং- বি-১৮৬৭)। বৃহম্পতিবার (৬ মে) তেজগাঁওস্থ কেন্দ্রীয় অফিসে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির পণ্য পরিবহণ বিভাগের আহবায়ক ও বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রুস্তুম আলী খান আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন দেন। তিনি ছাতক ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ ফারুক আহমদ চৌধুরী, কার্যকরী সভাপতি আনিসুর রহমান চৌধুরী সুমন, সাধারণ সম্পাদক মোঃ আলা উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া তালুকদারের হাতে ২০২১-২০২৪ সেশনের ২১ সদস্যের পূর্নাঙ্গ কমিটির অনুমোদনপত্র হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ম সম্পাদক হোসেন আহমদ মজুমদার, সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ ও জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ প্রমূখ উপস্থিত ছিলেন। ছাতক ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি মোঃ ফারুক আহমদ চৌধুরী, কার্যকরী সভাপতি আনিসুর রহমান চৌধুরী সুমন, সহ সভাপতি মোঃ এমাদ উদ্দিন, সহ সভাপতি মোঃ আবুল আজাদ, সহ সভাপতি জয়নাল আবেদিন, সহ সভাপতি কয়েছ আহমদ, সহ সভাপতি রিয়াজ আহমদ রাজু, সাধারণ সম্পাদক মোঃ আলা উদ্দিন, সহ সাধারণ সম্পাদক কহিন চৌধুরী, যুগ্ম সম্পাদক রিপন গোপ, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া তালুকদার, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম সাইদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নুরুজ্জামান মিয়া, দফতর সম্পাদক মাজেদুল আলম নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউল হক তালুকদার, সমাজসেবা সম্পাদক সাইফুর রহমান, নির্বাহী সদস্য নুরুল আমিন কবির, শামীম হোসেন, ফুল মিয়া, মোঃ ফয়সল আলম ও আব্দুল হান্নান। একই সাথে উপদেষ্টা কমিটিরও অনুমোদন দেয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হলেন আশরাফুর রহমান চৌধুরী, উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী রুকন, তাপস চৌধুরী, হাজী আব্দুল গফ্ফার ও আব্দুল মতিন।
ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন
ক্রাইম নিউজ ঢাকা
May, 8, 2021, 11:15 am
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
182 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।