ছাতক প্রতিনিধিঃ ছাতকে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামজিক সংগঠন ‘ইয়াং স্টার’র উদ্যোগে অসহায়, প্রতিবন্ধী ও ভিক্ষুক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার বর্ণমালা গার্লস স্কুলের সামনে ৭০ পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্যাকেটজাত ঈদসামগ্রীর মধ্যে তেল, ডাল, পিয়াজ, রসুন, আলু, লবন, চিনি, ময়দা, লাচ্চা সেমাই ও দুধ রয়েছে। ইয়াং স্টার ছাতক শাকার সভাপতি মাষ্টার পংকজ দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জীবক সুজন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, ছাতক ইয়াং স্টারের উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরী, ছৈলা আফজালাবাদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নানু মিয়া, সিলেট ইয়াং স্টারের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সহ সভাপতি রাকিব হোসেন রায়েল, যুন্ম সাধারণ সম্পাদক সদরুল ইসলাম লোকমান ও ইমাম হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় সুহেল আহমদ, ডাঃ রিপন দাস, আব্দুল মুহিত শাকিল, ছাতক ইয়াং স্টারের সিনিয়র সহ-সভাপতি সফর আলী, আরজু মিয়া, মাষ্টার রেজ্জাদ আহমদ, লুৎফুর রহমান, আব্দুস সালাম আজাদ, মেহেদি হাসান সুহেল, যুন্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ফজলুল করিম সুমন, অর্থ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক সুদীপ দাস, সহ সাংগঠনিক সম্পাদক আতিউর রহমান সোহাগ, আব্দুল আজিজ ফয়সল, আব্দুল্লাহ আল মুমিন, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম তারেক,প্রচার সম্পাদক ছালিক আহমদ লিটন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রইছ উদ্দিন, স্বাস্থ বিষয়ক সম্পাদক সজল দাস, সদস্য আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ছাতকে ইয়াং স্টারের ঈদ সামগ্রী বিতরণ
ক্রাইম নিউজ ঢাকা
May, 7, 2021, 6:03 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
159 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।