ছাতক প্রতিনিধিঃ ছাতকে তারুন্যের স্বপ্ন ৯/১১ সিলেট বিভাগের উদ্যোগে প্যাকটজাত ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের শহীদ মিনার চত্ত্বর এলাকা থেকে ২০০ অসহায় মানুষের মাঝে এসব ইফতার প্যাকেট বিতরণ করা হয়। তারুন্যের স্বপ্ন ৯/১১ এর ধারাবাহিক সামাজিক কর্মকান্ডের মধ্যে এটি ১০তম প্রকল্প বলে সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন। এসময় সংগঠনের ফখরুল হাসান জেনিস, রুবেল তালুকদার জনি, জামিল আহমদ, মুহাম্মদ খালেদ হাসান, জাফর আহমদ, আজিম খান, জামিল মিয়া, নাঈমুল রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জানান, শুক্রবার সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট সদর ও সুনামগঞ্জ জেলায় ঈফতার বিতরণী কার্যক্রম এক যোগে পরিচালিত হয়েছে। সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৫০০ জনের মাঝে ঈফতার প্যাকেট বিতরণ করা হয়।
‘ছাতকে তারুন্যের স্বপ্ন’র উদ্যোগে ইফতার বিতরণ
ক্রাইম নিউজ ঢাকা
May, 7, 2021, 5:52 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট, স্বাস্থ্য |
148 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।