মোজাম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জঃসুনামগঞ্জে হাওরের পানি থেকে মস্তক বিহীন ৬ টুকরো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় পর এঘটনায় জড়িত এক নারীসহ ৬জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো- জেলার দিরাই উপজেলার ইসলামপুর গ্রামের আল-বাহার বেগম (৩৮), ভাংগা গ্রামের সত্য রঞ্জন দাস (৩৫), আব্দুল বারেক (৫২), নরোত্তমপুর গ্রামের নাসির উদ্দিন (৩৭), লুৎফুর রহমান (৩৫) ও দাউদপুর গ্রামের নাজমুল হোসাইন (৪২)। আজ বৃহস্পতিবার (৬ মে) দুপুরে র্যাব ৯এর সুনামগঞ্জ ক্যাম্প সূত্রে জানা গেছে- গত ১ মে রাতে জেলার দিরাই উপজেলার বরাম হাওর থেকে মস্তক বিহীন ৬ টুকরো অজ্ঞাত ব্যক্তির যে লাশ উদ্ধার করা হয়েছিল তার পরিচয় পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম- দুদু মিয়া (৪১)। তিনি দিরাই উপজেলার মঙ্গলপুর গ্রামের বাসিন্দা। র্যাব ৯এর সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ জানান- আর্থিক লেনদেন নিয়ে দুদু মিয়া ও তার আত্মীয়-স্বজনরা একই গ্রামের কবির মিয়াকে সামাজিক ভাবে অপমান করে। তারই জের ধরে দুদু মিয়াকে হত্যা করে এবং তার লাশ ৬ টুকরো করে বরাম হাওরের পানিতে নিয়ে ফেলে দিয়েছে বলে গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। তবে এঘটনার মূল হোতা কবিরকে আটক করা সম্ভব হয়নি। গ্রেফতারকৃত ৬জনকে আদালতের মাধ্যমে কারাঘারে পাঠানো হয়েছে।
খুন করে করলেন ৬ টুকরোঃনারীসহ গ্রেফতার ৬ জন
ক্রাইম নিউজ ঢাকা
May, 6, 2021, 6:49 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
156 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।