মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জে ছুরিকাঘাতে এক গ্রামপুলিশকে খুন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত গ্রামপুলিশের নাম- আব্দুর রউফ (৩৫)। তিনি জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বোরোখাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। আজ বৃহস্পতিবার (৬ মে) সকাল ১১টায় পুলিশ ঘটনাস্থল থেকে গ্রামপুলিশ আব্দুর রউফের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- প্রতিদিনে মতো গতকাল বুধবার (৫ মে) রাতে সেহরী খেয়ে গ্রামপুলিশ আব্দুর রউফ তার নিজ বসতবাড়িতে ঘুমিয়ে পড়ে। আজ বৃহস্পতিবার (৬ মে) ভোরে স্ত্রী শিরিন বেগম তার স্বামী গ্রামপুলিশ আব্দুর রউফকে বিচানায় দেখতে না পেয়ে ঘরের বাহিরে যায়। তারপর বারান্দার রক্তাক্ত অবস্থায় আব্দুর রউফের মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আছে। পরে থানায় খবর দিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃত গ্রামপুলিশের লাশ উদ্ধার করে। তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- গ্রামপুলিশ আব্দুর রউফ উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের দায়িত্বে ছিলেন। কি কারণে কারা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে তা জানাযায় নি। তবে ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। আমরা হত্যাকারীকে খোঁজে বের করার চেষ্ঠা করছি।
সুনামগঞ্জে ছুরিকাঘাতে গ্রামপুলিশ খুন
ক্রাইম নিউজ ঢাকা
May, 6, 2021, 6:33 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
179 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।