সেলিম মাহবুব,ছাতকঃ বৃহস্পতিবার ০৬.০৫.২০২১ খ্রিস্টাব্দ তারিখে এসএমপি সদর দপ্তরে সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ মহোদয় কর্তৃক এসএমপি’তে কর্মরত ৩৩ তম বিসিএস পুলিশ ক্যাডারের ০৩ জন সহকারী পুলিশ কমিশনার (সিনিঃ এএসপি)- কে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি হওয়ায় তাদেরকে রেংক বেজ পরিয়ে দেয়া হয়। পদোন্নতি প্রাপ্ত অফিসাররা হলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (মোগলাবাজার থানা) জনাব পলাশ রঞ্জন দে, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট) জনাব রাখী রানী দাস এবং সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) জনাব আহমেদ পেয়ার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ শফিকুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব তোফায়েল আহমেদ।
এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে তিন জনের পদোন্নতি
ক্রাইম নিউজ ঢাকা
May, 6, 2021, 6:01 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, জাতীয়, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
175 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।