নুরুল আলম,টেকনাফঃ বাঁচানো গেলনা টেকনাফ উপজেলার সাবরাং ডেগিল্যার বিলের ক্যান্সার আক্রান্ত এতিম শিশু কন্যা সায়মা আফরোজা(৭) কে। শত চেষ্টা করে ও তার জীবন বাঁচানো গেলনা আল্লাহ হুখুমে) তাকে। আজ ৫ মে ( বুধবার পবিত্র রমজান মাসে দুপুরে নিজ ঘরে সে ইন্তেকাল করেন। হতভাগ্যমান এই শিশু ওই এলাকার মৃত রশিদ আহমদের কন্যা দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সে দীর্ঘদিন চটগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ইউনিটে চিকিৎসাধীন ছিল। পিতৃহীন এতিম শিশু সাইমার ২ বছর বয়সে নেমে আসে জীবনের আরেক কালো অধ্যায়। খেলার মাঠে বাতাসে বালু বা ধূলিকণা উড়ে সায়মার চোখে পড়ে। স্বামী হারা বিধবা মা ফাতেমা খাতুন কোন মতে মেয়ের চোখের চিকিৎসা করালেও অপারেশনের সময় চোখে বালি বা ময়লা বের করার ভুল চেষ্টার কারণে তার একটি চোখ নষ্ট হয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে ৭ বছর বয়সী শিশু সায়মা আফরোজা দীর্ঘদিন বেঁচে থাকার স্বপ্নে বহু টাকা চিকিৎসায় ব্যায় করেও প্রাণ বাঁচাতে পারেনি। আজ আছরের নামজের পরে ডেগিল্যার বিল রাস্তার মাথা নতুন মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
বাচাঁনো গেলনা ক্যান্সারে আক্রান্ত এতিম সায়মাকে
ক্রাইম নিউজ ঢাকা
May, 5, 2021, 4:49 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, কক্সবাজার, চট্টগ্রাম, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, স্বাস্থ্য |
67 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।