সেলিম মাহবুব,ছাতকঃ ছাতক পৌর শহরে সিভিআর ছাতক বাইক রাইডার গ্রুপের পক্ষ থেকে সোমবার বিকেলে তাহিরপ্লাজা, ট্রাফিক পয়েন্ট, মধ্যেবাজারসহ বিভিন্ন অলিগলিতে প্রায় ২৫০ পেকেট ইফতার অসহায় ও হতদরিদ্র মধ্যে বিতরণ করেন সিভিআর, ছাতক বাইক রাইডার গ্রুপের এডমিন আফতাব উদ্দিন, রবিউল ইসলাম রুবেল, ইফতার বিতরণীতে উপস্থিত ছিলেন ছাতক বাইক রাইডার গ্রুপের মেম্বার্স রাসেল আহমদ, কার্জন, পারভেজ, সোহাগ, মারজান, অনিক, বক্তিয়ার, অভি, মুন্না, আজির উদ্দিন, নাইম, এইস কবির, রুবেল(১), জসিম উদ্দিন, আফজাল, মোজাহিদ, রাজি, রেজাউল, শাহিন, কয়সর, মিজান, সোহেল, জুয়েল, মাসুম, রিফাতসহ এসময় আরো উপস্থিত ছিলেন রুহান, মাসুদ, রুহেল, তুষার, আলিফ, ফুয়াদ, রুবেল(২), তৌকির, আল আমিন, সিদ্দিক প্রমুখ। ইফতার বিতরণী শেষে শহরের একটি কমিউনিটি সেন্টারে ইফতার পূর্বে আলোচনা সভা ও মোনাজাত অনুষ্টিত হয়।
ছাতকে অসহায় হতদরিদ্রের মধ্যে সিভিআর’র ইফতার বিতরণ
ক্রাইম নিউজ ঢাকা
May, 4, 2021, 4:27 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
209 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।