এস,এম,মনির হোসেন জীবনঃরাজধানীর মিরপুরের দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি অবৈধ গাঁজা দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃতরা হচ্ছে – মোঃ রিপন (৩২), জেলা- কুমিল্লা ও মোঃ জসিম উদ্দীন (৪৫), জেলা- কুমিল্লা। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি সিএনজিসহ জব্দ করা হয়েছে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) এর সহকারী পরিচালক মোঃ জিয়াউর রহমান চৌধুরী আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিওিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা সহ মোঃ রিপন (৩২), ও মোঃ জসিমউদ্দীন (৪৫), নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি সিএনজিস জব্দ করা হয়। আটককৃত গাঁজার বাজার মূল্য ৮ লাখ টাকা বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় মাদক ডিলারদের নিকট সরবরাহ করে আসছিল। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।