মাজহারুল ইসলাম,গলাচিপাঃপটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সার্বিক সহযোগীতায় বিনামুল্যে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ার রোগীদের চিকিৎসার জন্য চারশো ব্যাগ সী এস স্যালাইন ও কয়েক হাজার খাবার স্যালাইনের ব্যবস্থা করে দিয়েছেন গলাচিপা উপজেলা ছাত্রলীগ এর সভাপতি শরীফ আহমেদ আসিফ ও সাধারন সম্পাদক মোঃ জাহিদ হোসেন। এ সকল চিকিৎসা সামগ্রী আজ তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম এর কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃআবির রায়হান (সাবেক সভাপতি) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি) আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগের পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। বিশেষ করে আমাদের বরিশাল বিভাগের অনেক উপজেলাই আজ ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে চিকিৎসকরা,সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য ছাএলীগের এই ভূমিকা সত্যিই প্রসংশানীয়।
পটুয়াখালীতে হাসপাতালে ছাত্রলীগের ডায়রিয়ার স্যালাইন উপহার
ক্রাইম নিউজ ঢাকা
May, 2, 2021, 1:31 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, জাতীয়, পটুয়াখালী, বরিশাল, বিভাগীয় খবর, সারাদেশ |
136 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।