এস,এম,মনির হোসেন জীবনঃহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব ফেরত যাত্রীর খেলনার ভেতর থেকে ২ কেজি ৮শ গ্যাম স্বর্ণ সহ এক যাএীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস’ র (প্রিভেন্টিভ টিম)। আটক যাত্রীর নাম জয়নাল আবেদীন। তার বাড়ি নোয়াখালী জেলায়। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮০ লক্ষ টাকা। আজ শনিবার দুপুর দেড়টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রিন চ্যানেল এলাকায় এ সোনা উদ্ধারের ঘটনা ঘটে। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ টিম) মোহাম্মদ আব্দুস সাদেক আজ শনিবার সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকে। গোপন তথ্যের ভিত্তিতে আজ আনুমানিক দুপুর ১টা ২৫ মিনিটের দিকে সৌদি আরব থেকে আগত ফ্লাইট নং (SV 3580) এর মাধ্যমে আসা যাত্রী জয়নাল আবেদীন গ্রীণ চ্যানেল অতিক্রম কালে তার সাথে থাকা ব্যাগেজে কোন স্বর্ণবার বা স্বর্ণালংকার আছে কিনা জানতে চাওয়া হলে তিনি তা অস্বীকার করেন। পরবর্তীতে যাত্রীর সাথে থাকা ব্যাগেজ স্ক্যানিং করলে একটি চার্জার লাইটের মটর, খেলনা এবং ফ্লাক্সের ভেতর থেকে প্রায় ২ কেজী ৮০০ গাম গোল্ড উদ্ধার করা হয়। ডেপুটি কমিশনার মোহাম্মদ আব্দুস সাদেক জানান, আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮০ লক্ষ টাকা। পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম জয়নাল আবেদিন এবং বাড়ি নোয়াখালী জেলায়। আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং যাত্রীকে বিমান বন্দর থানায় সোপর্দ করা এবং ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।
শাহজালালে খেলনার ভেতর থেকে ২ কেজি ৮শত গ্রাম স্বর্ণ উদ্ধার
ক্রাইম নিউজ ঢাকা
May, 1, 2021, 1:18 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
147 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।