মাজহারুল ইসলাম,গলাচিপাঃ পটুয়াখালীর কোড়ালীয়ায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধ নারীকে ডেকে নিয়ে মারধর করায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে পটুয়াখালী রাংঙ্গাবালীর কোড়ালীয়ায় মোঃ সেলিম মীর এর স্ত্রী আফরোজা বেগম (৪০) কে পার্শ্ববর্তী চৌকিদার বাড়িতে ডেকে নিয়ে মারধর কার হয়েছে।ঘটনাটি ঘটেছে ২৯ এপ্রিল আনুমানিক সকাল এগারোটায়।স্থানীয়না আহত আফরোজা বেগম কে চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সংশ্লিষ্ট ইউ পি সদস্য মোঃ সেন্টু বলেন, লোকমুখে মারধরের কথা শুনেছি। ঘর চুরির বিষয় নিয়ে এ ঘটনা ঘটে। পরিষদে কোন পক্ষের অভিযোগ আসেনি।আভিযোগ পেলে সমাধানের চেষ্টা করব। আহত আফরোজা মারধরের বিষয় নিয়ে বলেন,” পার্শ্ববর্তী মহম্মদ চোহিদার মাইয়া পাডাইয়া আমারে ডাইকা নিয়া গেছে। চোহিদারের বৌ মাইয়া ছেলে মিল্লা আমারে মারছে। ইকরাম আমার বুহে পিডে লাত্থি দিছে, মোবাইলডা মাথায় পাক্কা মারছে। ঘরের হক্কল চুরি হইল, মাইরও খাইলাম।গড়িব বুইলা উচিৎ বিচার পামু না”। এ ব্যাপারে রাংঙ্গাবালী থানা পুলিশ জানান, আভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৃদ্ধ নারীকে ডেকে নিয়ে মারধর
ক্রাইম নিউজ ঢাকা
April, 30, 2021, 4:29 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, পটুয়াখালী, বরিশাল, বিভাগীয় খবর, সারাদেশ |
119 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।