নুরুল আলম,টেকনাফঃরোজা শুরুতে বিসমিল্লাহ সাথে লকডাউন ও মাহে পবিত্র রমজান মাসে লকডাউনের মাঝে মানসিক রোগিদের জন্য খাদ্য সংকটের এক দুর্বিসহ পরিস্থিতি। এমন এক ভয়াবহতাপূর্ণ পরিস্থিতিতে মানসিক রোগীদের তহবিল মারোত) এর সাথে একাত্মতা ঘোষণা করে মানসিক রোগীদের খাদ্য সংকট মোকাবেলায় এগিয়ে এসেছেন জেলা প্রশাসন।মাহে রমজানের ফজিলত মানবতায় বরবত এই শ্লোগান কে সামনে রেখে কোন মানসিক রোগী যাতে খাবারের অভাবে না থাকে তার জন্য মাসব্যাপী খাবার বিতরণ কার্যক্রম শুরু করেছেন কক্সবাজার জেলা প্রশাসন। টেকনাফ উপজেলা পরিষদ ক্যম্পাসে এই মাসব্যাপী খাবার বিতরণের শুভ সূচনা করেন মানসিক রোগীদের শুভাকাঙ্ক্ষী, মানবিক টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী। উপস্থিত ছিলেন মারোতের উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল। মারোতের সভাপতি আবু সুফিয়ান, হারুনর রশীদ, মাজেদ, আনোয়ার প্রমুখ।মানসিক রোগীদের কল্যাণে নিয়োজিত থেকে তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা সেবায় মারোতের সাথে একযোগে কাজ করার আশ্বাস দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী।প্রায় বলেন পবিত্র মাহে রমজান মাসে লকডাউনের মাঝে অসহায় দরিদ্র পরিবার কষ্ট মধ্যে জীবন ভিক্ষা করছে এবং জনগণের নিরাপত্তা ব্যবস্থা করতে যাঁরা মানসিক ভাবে এগিয়ে যেতে পারে ইনশাআল্লাহ সর্বশেষ আল্লাহ তাআলা তাদের পক্ষে থাকবে বলে আল্লাহ তাআলা হুকুম দিলেন ও মানুষের সুখে দুখে মানুষকেই এগিয়ে আসতে হবে। সত্য সুন্দর ও ন্যায়ের পথে নিবেদিত থেকে দুঃস্থ অসহায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কিছু করতে পারার মধ্যে আনন্দ উলাস এটাই সকল ধর্মের সারকথা। অধ্যাপক সন্তোষ কুমার শীল উপজেলা টেকনাফ নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ পারভেজ চৌধুরী কে ধন্যবাদ দিয়ে বলেন মানসিক রোগিদের কল্যাণে মারোত অবিরাম কাজ করে যাচ্ছে। এ কাজে আপনাকে পেয়ে আমরা উচ্ছ্বসিত।কাজের মাধ্যমেই মানুষের মনে স্থান করে নেবে মারোত। সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে মারোত এগিয়ে চলেছে, অগ্রসরমান থাকবে। আল্লাহ সর্বশক্তি প্রয়োগ সুস্থ থাকুন মাস্ক বাধ্যতা গ্রহনযোগ্য ও সরকারী নির্দেশনা মেনে চলুন।
জেলা প্রশাসকের আয়োজনে টেকনাফে মানসিক রোগিদের মধ্যে খাবার বিতরণ
ক্রাইম নিউজ ঢাকা
April, 30, 2021, 9:55 am
অন্যান্য, এক্সক্লুসিভ, কক্সবাজার, চট্টগ্রাম, জাতীয়, বিভাগীয় খবর, সারাদেশ |
71 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।