সেলিম মাহবুব,ছাতকঃ ছাতক থানার সুযোগ্য অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নাজিম উদ্দীনের নির্দেশে, ছাতক থানার এসআই মুহিন উদ্দিনের নেতৃত্তের সঙ্গীয় ফোর্স নিয়ে, ছাতক থানা এলাকার প্রতিটি গ্রাম, মহল্লা, পাড়ায়, হাটবাজার, জনবহুল এলাকায়, রেললাইনের আশপাশ এলাকার জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ লক্ষ্যে মাদক বিক্রেতা, মাদক সেবনকারী, বিভিন্ন ধরনের জুয়া ইত্যাদি বন্ধ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে পবিত্র রমজান মাসে ২৮ এপ্রিল বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ এলাকার বিভিন্ন স্থানে অভিযানে পরিচালনা করে ছাতক থানা পুলিশ। এ সময় স্থানীয় এলাকাবাসী ও সচেতন নাগরিকরা পুলিশের এ কার্যক্রমকে ধন্যবাদ জানান। এসআই মহিন উদ্দিন বলেন আসুন সকলে মিলে মাদক এবং জুয়াকে না বলি একটি সুন্দর ও নিরাপদ সমাজ এবং দেশ গড়ি।
ছাতকে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে রেড এলার্ট
ক্রাইম নিউজ ঢাকা
April, 29, 2021, 6:47 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
175 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।