,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

পুলিশের জালে ইয়াবা ব্যবসায়ী নারীসহ আটক ৬

 নুরুল আলম,টেকনাফঃদক্ষিণ জেলা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া হাইওয়ে পুলিশের হাতে ৪হাজার ২শত ইয়াবা, ১টি মোটর সাইকেল ও ১টি সিএনজিসহ এক নারী ও ৫জন পুরুষ আটক হয়েছে । রবিবার (২৫এপ্রিল ২১ দিবাগত রাত সাড়ে ১১টা দিকে নয়াপাড়া চেক পোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়েছে । আটকৃতরা হলেন,নয়াপাড়ার আমানত উল্লাহর ছেলে রিদুয়ানুল ইসলাম (২০)কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আমিরুল ইসলাম বাবুলের ছেলে মোঃ আজিজুল ইসলাম সোহান(২৫)নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জ থানার আলী হোসেনের ছেলে মোহাম্মদ আলম(২৫)একি ঠিকানার মোহাম্মদ আলমের স্ত্রী মোছাম্মৎ জ্যোতি আক্তার(২১) কানজর পাড়ার জাবের আলীর ছেলে মোঃ শাহজাহান (২৫) উত্তর কানজর পাড়া এলাকার মৃত নুর আহাম্মদের ছেলে মোঃ ইউনুস(১৯)। এই ঘটনা সত্যতা নিশ্চিত করে এসআই রাকিব হাসান প্রেসে ক্রাইম নিউজ ঢাকা কে জানান , পবিত্র মাহে রমজান ও করোনাার আক্রান্ত ও লকডাউন বাস্তবায়নে চেকপোস্ট ডিউটি ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কতিপয় মাদক ব্যবসায়ীরা মোটরসাইকেল ও সিএনজি যোগে মাদকদ্রব্য নিয়ে হ্নীলা বাজারের দিক হতে কক্সবাজারের দিকে যাচ্ছে । উক্ত পুলিশ ফাঁড়ী পরিদর্শক দায়িত্ব প্রাপ্ত এ কে এম মনজুরুল হক আকন্দ এর সার্বিক তত্তাবধানে এসআই রাকিব হাসান এর নেতৃত্বে এএসআই মহিউদ্দিন আহম্মেদ, কন্সটবল মোঃ শামছুদ্দিন,আব্দুল করিম,মোবারক হোসেন ও শাহাদাৎ হোসেন দের সার্বিক সহোযোগিতায় হ্নীলার দিক থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল ও একই সাথে একটি সিএনজিতে থাকা যাত্রীদের তল্লাশি করে ৪হাজার ২শত পিস ইয়াবা উদ্ধার করা হয় । ধৃত আসামীদের বক্তব্যে নেওয়ার পরে ১৯১৮ সালে গঠিত আইন মোতাবেক তখনও মামলা দায়েরের পর জব্দকৃত মাদক সহ অপরাধী কে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি ও মাদকাসক্ত ও কারবারী বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ যোগ্য এই কথা বলেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ