নুরুল আলম,টেকনাফঃ “আমাদের গন্তব্য- ম্যালেরিয়া মুক্ত বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে টেকনাফে বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০২১ আলোচনা সভা ২৫ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ১২টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও একলাব যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল। টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার ও রোগ নিয়ন্ত্রক ডাঃ প্রনয় রুদ্রের পরিচালনায় সভা অনুষ্ঠিত স্বাগত বক্তব্য রাখেন- টেকনাফ উপজেলা ম্যানেজার একলাব জিয়াউল হক। ম্যালেরিয়া রোগ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন.ডাঃ মোহাম্মদ এনাম ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি মোঃ হাবিবুল্লাহ। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, সহকারী ডাক্তার, সেবিকা, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও ওষুধ কোম্পানির প্রতিনিধিবৃন্দসহ । সমাপনী অনুষ্ঠানে সভাপতি ডাঃ টিটু চন্দ্র শীল বলেন. ম্যালেরিয়া রোগের বিস্তারিত তথ্য উপাত্য উপস্থাপন করেন এবং স্বাস্থ্যের প্রতি যত্নশীল ও সচেতনতা অবলম্বন সংক্রান্ত বিষয়ে বিষদভাবে আলোচনা করেন। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি র্যালী বের করা হয়েছে্যালী বের করা হয়েছে
টেকনাফে স্বাস্থ্য কমপ্লেক্সে মাঝে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত
ক্রাইম নিউজ ঢাকা
April, 25, 2021, 6:23 pm
অন্যান্য, অপরাধ, এক্সক্লুসিভ, কক্সবাজার, চট্টগ্রাম, জাতীয়, বিভাগীয় খবর, সারাদেশ |
143 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।