মাজহারুল ইসলাম,গলাচিপাঃপটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ০২ নং গোলখালী ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের ছোটগাবুয়া গ্রামের পল্লী চিকিৎসক মোঃরব মৃধা(৪৮)পিতাঃআঃ রশিদ মৃধাকে যৌন নিপিড়ন এর অভিযোগে গ্রেফতার করে গলাচিপা থানা পুলিশ। ২৪/০৪/২০২১ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ০৭ঃ৩০ মিনিটের সময় সামিয়া(ছদ্মনামে) এক নারী জন্মবিরতিকরণ ইনজেকশন দিতে হরিদেবপুর ফেরিঘাট সংলগ্ন নুপুর ফার্মেসীর পিছনের রুমে গেলে ঐ ডাক্তার তাকে জড়িয়ে ধরে যৌন নিপিড়ন এর স্বীকার হন। ভিকটিম গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ১০ এর ধারায় একটি মামলা দায়ের করার সাথে সাথে গলাচিপা থানা পুলিশ ডাক্তারকে আটক করেন।মামলার বিষয় গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আনোয়ার হোসেন গণমাধ্যম কে জানান,ভিকটিম জন্মনিরোধক ইনজেকশন দিতে গিয়ে পল্লী চিকিৎসক এর ফার্মেসীর পিছনের রুমে যৌন নিপিড়ন এর স্বীকার হন বলে আমাদের কাছে অভিযোগ করায় আমারা আসামি কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছি।
গলাচিপায় যৌন নিপিড়নঃপল্লী চিকিৎসক আটক
ক্রাইম নিউজ ঢাকা
April, 25, 2021, 9:03 am
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, পটুয়াখালী, বরিশাল, বিভাগীয় খবর, সারাদেশ |
299 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।