নুরুল আলম,টেকনাফঃদক্ষিণ টেকনাফ হ্নীলা জাদিমোরা বেপরোয়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পে দুপুরের নামাজ চলাকালীন মোবাইল ফোনে মাধ্যমে গান শুনতে নিষেধ করায় ও পবিত্র রমজান মাসে কথা কাটাকাটির জেরধরে যুবকের কিল-ঘূঁষিতে এক মাওলানা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ ঘোষণা করেন ডাক্তার সুত্র জানায়,২৪এপ্রিল শনিবার দুপুর দেড়টারদিকে টেকনাফে হ্নীলা ইউনিয়ন ২৭নং জাদিমোরা যে কোনো অবৈধ কারবারী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এ/৩ ব্লকের অলি হোছনের পুত্র মাওলানা নুরুল হক (৫৫) মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় প্রতিবেশী হিসাবে বেপরোয়া রোহিঙ্গা আইয়ুবের পুত্র মোঃ জাবের (১৩) বাড়ীর পাশে আমগাছের নিচে বসে মোবাইলে গান শুনতে দেখে জাবেরকে বাদা গ্রস্ত করেন তখন জাবের মওলানা নুরুল হককে তোয়াক্কা না করে মৌলভী বলেন পবিত্র রমজান মাসে এই কাজটি বন্ধ করার জন্য উপদেশ দিচ্ছেন বলে জানা যায় এবং নুরুল হক জাবেরের উপর ক্ষিপ্ত হয় এবং এক পর্যায়ে জাবেরকে নুরুল হক ধৃত করলে উল্টো জাবের নুরুল হক কে কয়েকটি মাইধর করলে ও টমটমগাড়ি নিয়ে নুরুল হক টিডিএস হাসপাতালে নিয়ে যান। সেখানে নুরুল হক চিকিৎসাধীন অবস্থায় আর নেই ইন্না-লিল্লাহ এই বিষয় । কক্সবাজার ১৬ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত ৯টা দিকে প্রেস বিজ্ঞপ্তিতে জানাই তিনি জানান,ঘটনার খবর পেয়ে টেকনাফ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
জাদিমোরা বেপরোয়া রোহিঙ্গা ক্যাম্পে মাওলানার মৃত্যু
ক্রাইম নিউজ ঢাকা
April, 25, 2021, 8:20 am
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, কক্সবাজার, চট্টগ্রাম, জাতীয়, বিভাগীয় খবর, সারাদেশ |
80 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।