,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

গলাচিপায় র‌্যাব এর অভিযানে ২,০০,০০০ লক্ষ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ

মাজহারুল ইসলাম,গলাচিপাঃর‌্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ২৩/০৪/২০২১ইং তারিখ পটুয়াখালী জেলার গলাচিপা থানায় অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার গলাচিপা থানার সিদ্দিক প্যাদা রোড এলাকায় গলদা চিংড়ির রেনু পোনা ক্রয়/বিক্রয় করিতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম এবং জনাব মোঃ নজরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি), গলাচিপা, পটুয়খালীদ্বয় এর নেতৃতে রাত আনুমানিক ০৯:৪৫ ঘটিকা হতে ১০:৫০ ঘটিকা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে ২,০০,০০০ লক্ষ গলদা চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়। এসময় গলদা চিংড়ির রেনু পোনা ধরার অপরাধে আসামী ১। আবুল কাশেম (৪০), পিতা-আঃ সরদার, সাং-শ্যামলী ব্যাগ, ২নং ওয়ার্ড, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড, ২। কবির মুন্সী (২৫), পিতা-আঃ রহিম মুন্সী, সাং-গ্রামর্দন, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ০৭ দিনের সশ্রম কারাদন্ড, ৩। দিলীপ দাস(৬৫), পিতা-মৃত মনোরঞ্জন দাস, সাং-ডাকুয়া, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ৩০ দিনের সশ্রম কারাদন্ড, ৪। মোঃ মাসুম বিল্লাহ (২৬), পিতা-মোজাম্মেল মোল্লা, সাং-ছোট গাবুরা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ১,০০০/- টাকা এবং ৫। মোঃ জসিম উদ্দিন (৩৫), পিতা-হাবিব মৃধা, সাং-ছোট গাবুরা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ২,০০০/- টাকা সহ সর্বমোট ৩,০০০/- টাকা জরিমানা প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতে জনাব মোঃ নজরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি), গলাচিপা, পটুয়খালী মোবাইল কোর্ট পরিচালনা করেন। আটককৃত প্রত্যেককে দন্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ