ফাহিম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন। চাঁপাইনবাবগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন করনীয় ও স্থানীয় আওয়ামীলীগের দলীয় নীতিনির্ধারণ ঠিক করতে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল হয়েছে। বুধবার বিকেলে জেলা শহরের একটি হোটেলে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাস। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, পৌর আ.লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন খাতুন, বিভিন্ন ইউপি চেয়রাম্যানসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ নেতৃবৃন্দ। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল এবং ইফতার সম্পন্ন হয়। প্রধান অতিথি আব্দুল ওদুদ বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিজয় নিশ্চিত করতে বিভিন্ন করনীয় নিয়ে আলোচনা করা হয় এবং আগামী ঈদুল ফিতর সরকারী বরাদ্দ সুষম বন্টন এবং বিভিন্ন বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদর উপজেলা, পৌর ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের মতবিনিময় ও ইফতার
ক্রাইম নিউজ ঢাকা
April, 23, 2021, 8:35 am
অন্যান্য, এক্সক্লুসিভ, চাঁপাইনবাবগঞ্জ, জাতীয়, বিভাগীয় খবর, রাজশাহী, সারাদেশ |
79 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।