ফাহিম ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জ, এক কোটি কুড়ি লাখ টাকা মূল্যের ১ কেজি ২০ গ্রাম হেরোইনসহ ১ যুবককে আটক করেছে র্যাব-০৫ সিপিএসসি’র একটি অপারেশন দল। র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস অপারেশন দল ১৮ এপ্রিল রোববার দুপুর ৩ টার দিকে এ সফল অভিযান টি চালায়। আটককৃত যুবক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টংপাড়ার আব্দুর রহিমের ছেলে মো. শরিফুল ইসলাম (২৫)। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টংপাড়া এলাকায় অবৈধ মাদকদ্রব্য নিয়ে ১যুবক অবস্থান করছে। খবরটি পাবার পর দ্রুত ঐ এলাকায় অভিযান পরিচালনা করে শরিফুলকে হেরোইনসহ হাতেনাতে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। অজ্ঞাত কারনে গত রাত আনুঃ সময় ২টায় ধৃত আসামীকে ২৫০শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তী করা হয়।
র্যাব -৫ সিপিএসসি কর্তৃক শরিফুল নামে এক যুবক হেরোইনসহ গ্রেফতার
ক্রাইম নিউজ ঢাকা
April, 19, 2021, 6:01 am
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, চাঁপাইনবাবগঞ্জ, জাতীয়, বিভাগীয় খবর, রাজশাহী, সারাদেশ |
176 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।