এস,এম,মনির হোসেন জীবনঃরাজধানীর খিলগাঁও থানার বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চার জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হচেছ- মোঃ সুজন (৩০), মোঃ মোশারফ হোসেন (৪০), মোঃ আশরাফ আলী (২৬) ও মোঃ জহিরুল ইসলাম (৩১)। গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার মূলে জব্দ করা হয়। আজ রোববার গোয়েন্দা সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসূধন দাস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর খিলগাঁও থানার বনশ্রী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম। ধৃত ব্যক্তিরা আন্ত:জেলা মাদক বেচাকেনা সিন্ডিকেটের সক্রিয় সদস্য। সহকারী পুলিশ কমিশনার মধুসূধন দাস আরও বলেন, মাদক পরিবহনের জন্য গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে জব্দকৃত ট্রাকের কেবিনের ভিতরে সিলিং এর সাথে বিশেষ কায়দায় বক্স তৈরি করে। এরপর তারা দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে অভিনব কৌশলে তৈরিকৃত বক্সের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। আজ গ্রেফতারকৃত ধৃত মামলার আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ডিএমপি পুলিশের এ কর্মকর্তা ।
খিলগাঁও থেকে ৪৪ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার : ট্রাক উদ্বার
ক্রাইম নিউজ ঢাকা
April, 18, 2021, 7:59 am
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
121 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।