মাজহারুল ইসলাম,গলাচিপাঃ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন এর ০৩ নং ওয়ার্ডের জয় মানিক গ্রামে জেসমিন নাহার বেলী(৩০) খুন হন। স্বামী মীর নূরজামাল (৩৫),পিতাঃমোঃছোবাহান মীর এর হাতে। আজ ১৭/০৪/২০২১ আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় মীর নূর জামাল এর বসত বাড়িতে খুনের ঘটনা ঘটে।রতনদী তালতলী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের মোঃ বেল্লাল মাল এর মেয়ে জেসমিন নাহার বেলী এর সাথে মীর নূরজামাল এর ১২ বছর আগে বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। মৃত জেসমিন নাহার ০৮ মাস বয়সের ০১ ছেলে ও ০৭ বছর বয়সের এক মেয়ে রেখে গেছেন। খুনের বিষয় মেয়ের চাচা গণমাধ্যম কে জানান,সকাল আনুমানিক দশ ঘটিকার সময় আমরা খবর পাই তাদের স্বামী -স্ত্রীর মাঝে গন্ডগোল হইছে।ঘটনাস্থলে এসে দেখি আমাদের মেয়ে আর জীবিত নেই। বিয়ের পর থেকে তাদের সংসারে একটার পর একটা ঝামেলা লেগেই থাকতো।মীর নূর জামাল মাদক,জুয়া সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। আমারা জামাই হিসেবে তাকে বহুবার ভাল করার চেষ্টা করেছি কিন্তু সে কোনভাবেই ভাল হয় নি।লাস্ট পর্যন্ত আমাদের মেয়েকে নিজ হাতে খুন করলো। আমরা এ খুনীর যথাযথ বিচার চাই।হত্যার বিষয় গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার গণমাধ্যম কে জানান, দশ ঘটিকার সময় আমরা ঘটনা শোনার পর ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার ও আসামি কে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। লাশ পোস্ট মর্ডাম এর জন্য দ্রুত মর্গে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছি এবং আসামি কে হত্যা মামলা প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
গলাচিপায় স্বামীর হাতে স্ত্রী খুন,ঘাতক স্বামী গ্রেফতার
ক্রাইম নিউজ ঢাকা
April, 17, 2021, 4:49 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, পটুয়াখালী, বরিশাল, বিভাগীয় খবর, সারাদেশ |
180 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।