ডেক্স,ক্রাইম নিউজ ঢাকাঃ দেশজুড়ে মহামারি করোনা ভাইরাস ও রমজান মাস উপলক্ষে ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশের সার্জেন্ট মোঃ জাহাঙ্গীর আলম সহ ডাঃ হাছনা হেনা ফাউন্ডেশন এর উদ্যোগে কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ করেছেন। ওই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সার্জেন্ট জাহাঙ্গীর আলম। শুক্রবার বিকেলে মহাখালী,আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ১-২, কল্যানপুরসহ বিভিন্ন এলাকায় ৭৫ জন হতদরিদ্রের মাঝে ইফতার সামগ্রী ও ১৫০ জন অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ করেছে বলে জানাগেছে। ডাঃ হাছনা হেনা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফ জানান, সার্জেন্ট জাহাঙ্গীর আলম মৃত বোনের স্বপ্ন পুরণে ডাঃ হাছনা হেনা ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করছেন। যাদের থাকা-খাওয়া ও চিকিৎসা করার মত সামর্থ্য নেই, তাদের থাকা-খাওয়া, ঘর-বাড়ি, চিকিৎসা খরচ দিচ্ছেন। টাকার অভাবে যেসব মেয়েদের বিয়ে হচ্ছেনা তাদের নগদ অর্থ সহায়তা করে যাচ্ছেন। প্রতিষ্ঠাতা সভাপতি সার্জেন্ট জাহাঙ্গীর আলম। সার্জেন্ট জাহাঙ্গীর আলম বর্তমানে গাজীপুরের স্টেশন রোড এলাকায় পুলিশের সার্জেন্ট হিসেবে কর্মরত রয়েছেন।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।