,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

লকডাউন কঠোরভাবে কার্যকর নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ তৎপর, রাস্তার মোড়গুলোতে টহল

ফাহিম ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ

এসপি এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)’র জোড়ালো প্রচেষ্টা ও গুরুত্বপূর্ণ নির্দেশনায়, তৎপর জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ’র সকল ইউনিট, করোনা মোকাবেলায় কঠোর লকডাউন নিশ্চিত করে জনগণের সুরক্ষা নিশ্চিত করন।

১৪ এপ্রিল থেকে আগামী ২১ এপ্রিল পর্যন্ত করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত মহামারী কভিড-১৯ ২য় ঢেউ’র ৩য় নির্দেশনার ধাঁপে লকডাউন কঠোরভাবে কার্যকর বাস্তবায়ন করতে সার্বক্ষণিক মাঠে আছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।

বুধবার ১৪ই এপ্রিল ২০২১খ্রি. দিনব্যাপী, জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে পুলিশের তৎপরতা দেখা গেছে নজর কাড়ার ন্যায়। শহরের বিশ্বরোড মোড়সহ কয়েকটি মোড়ে এসপি আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) চেকপোস্টগুলো ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীকে আমি অনুরোধ করব, আসুন আমরা করোনা ভাইরাস মোকাবেলায় আরো বেশি সচেতন হই। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, বিনা কারণে ঘরের বাইরে না যাই (অতীব জরুরী ও খুব গুরুত্বপূর্ণ কাজ ব্যাতীত)।

নিজে মাস্ক পরি ও অপরকে মাস্ক ব্যবহার করতে উদ্ভূদ্ধ করি। এসপি রকিব আরও জানান, যদি কোন ব্যক্তির নিতান্তই জরুরি কাজে ঘরের বাইরে যেতে হয় তবে অবশ্যই তাকে বাংলাদেশ পুলিশের মুভমেন্ট পাস নিয়ে বের হতে হবে।

এদিকে সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন, ওসি তদন্ত কবির হোসেন, ওসি অপারেশন মিন্টু রহমান, শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন, নাচোল থানার ওসি সেলিম রেজা, ভোলাহাট থানার ওসি মাহবুবুর রহমান, গোমস্তাপুর থানার ওসিসহ উর্ধতন পুলিশ কর্মকর্তারা সরকার ঘোষিত লকডাউন কঠোরভাবে কার্যকর করতে সার্বক্ষণিক মাঠে দায়িত্ব পালন করছেন বলে নিশ্চিত করেন জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ