,


শিরোনাম:
«» ঢাকা ১৮ আসনে দয়াল কুমার বড়ুয়ার ঈদ উপহার বিতরণ। «» আব্দুল্লাহপুরে ময়মনসিংহের অবৈধ বাস কাউন্টারে যাত্রী হয়রানি ও মারধর অভিযোগ উঠেছে। «» জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে উত্তরা প্রেস ক্লাব। «» আব্দুল্লাহপুর টি আই’র লাঠির আঘাতে পরিবহন শ্রমিকের কান্না। «» তুরাগে এক দশক ধরে মাদক ব্যবসা করা কদম গ্রেফতার। «» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর

বেপরোয়া হয়ে উঠেছে উত্তরা কামারপাড়ার অবৈধ অটোরিকশা চালকেরা

রিজভী হাসান শান্ত,উত্তরাঃরাজধানীর উত্তরার কামারপাড়া থেকে স্টেশন রোড পর্যন্ত এই সড়কে বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ অটোরিকশা চালকেরা। দিন ভর পুলিশের অভিযানে অর্ধশতাধিক অটোরিকশা আটক হলেও বিভিন্ন নামধারী নেতা নেত্রী সহ অসাধু কিছু নামধারী সাংবাদিক পরিচয় দানকারীর সুপারিশ শেষে কিছু রেকার বিল করে ছেড়ে দেওয়া হয় বলে জানান স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা আরো জানান এসকল অটোরিকশা বেপরোয়া ভাবে চলাচলের কারণে প্রতিদিন ঘটে সড়ক দুর্ঘটনা আর এই দুর্ঘটনার কবলে পড়তে হয় সাধারন গাড়িচালকসহ ডিউটিরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এছাড়াও সন্ধ্যার পরপরই স্টেশন রোড থেকে অটোরিকশায় করে কামারপাড়ার দিকে আসা বেশিরভাগ সময়ে যাত্রীদের পড়তে হয় ছিনতাইকারীদের কবলে। এই সড়কে অবৈধ অটোরিকশা গুলোর চলাচলের বিষয়ে জানতে চাইলে স্থানীয় একাধিক ব্যক্তি জানান এলাকার কিছু অসাধু চাঁদাবাজ ও রাজনৈতিক ব্যক্তি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু কর্মকর্তার নেতৃত্বেই চলছে এ সকল অবৈধ অটোরিকশা। এ বিষয়ে অটো-চালকদের সাথে কথা বলে জানা গেছে স্থানীয় লাইনম্যান সহ কিছু ব্যক্তিকে মেনেজ করে চলে এই সকল অটোরিকশা। আর এ সকল ব্যক্তিকে প্রতিমাসে দিতে হয় ২০০০ হাজার থেকে ৩০০০ হাজার টাকা দেখ শোন করতে। স্থানীয় লাইনম্যানদের কাছে মাসিক মাসোহারা করা শুধু সে সকল অটোরিকশা এগুলোই চলতে পারে।
কামারপাড়া ব্রিজ থেকে স্টেশন রোড পর্যন্ত, মাসিক মাসোহারার বাইরে যে সকল রিক্সা মূল সড়কে উঠে ওঠামাত্রই পুলিশের সহযোগিতা নিয়ে আটক করে ডাম্পিং সহ রেকার বিল করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এবিষয় নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাফিক সার্জেন্ট বলেন অবৈধ অটোরিকশার কারণে প্রতিদিন এই সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। রাজনৈতিক ব্যক্তি সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছে স্থানীয় এলাকাবাসী।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ